ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে নাসিরনগর-লাখাই সড়কের মধ্যবর্তী স্থানে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে নাসিরনগর থানার এএসআই রিপন চক্রবর্তী ও জামাল মীরের নেতৃত্বে এদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা উপজেলা সদরের পশ্চিমপাড়ার মো. জলিল (২৪), চাপরতলা গ্রামের ছোট্ট মিয়ার ছেলে সোহেল (২৫) ও হিল্লাল মিয়ার ছেলে সাইদ (২৩)। এ সময় এদের কাছ থেকে ছোরাসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের এই ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে। 
এএইচ/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি