সলপ ইউনিয়ন আ.লীগের সম্মেলনে শওকত সভাপতি, সন্টু সম্পাদক
প্রকাশিত : ১৭:২৭, ২ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সভাপতি ও ব্যবসায়ী কাজী এহসানুল হক সন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে তারা বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি/সম্পাদক নির্বাচিত হন। এসময় উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম পর্ব আলোচনা সভায় সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শওকাত ওসমানের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, ফয়সাল কাদের রুমি, হাফিজুর রহমান, হেলাল উদ্দিন প্রমুখ।
দ্বিতীয় পর্বে প্রকৌশলী শওকাত ওসমানকে সভাপতি ও করে সলপ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।
কেআই/
আরও পড়ুন