ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

নারী ও শিশু নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৫, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

“যৌন নির্যাতন আর না ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাটেও নারী ও শিশু নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে  বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, জেলা মহিলা পরিষদ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এই দাবির সাথে একমত পোষণ করে সাংবাদিক, শিক্ষার্থী, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। 

এই মানববন্ধনে বক্তব্য দেন, বাগরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মহিলা পরিষদের সদস্য ঝিমি মন্ডল, জোসনা দেবনাথ, উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান,শিক্ষক মূখার্জী রবীন্দ্রনাথ, ব্রাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডালবু প্রমুখ। 

বক্তারা বলেন, দেশব্যাপী শিশু ও নারী নির্যাতন এবং নৃশংস হত্যাকান্ড ঘটছে, দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটা হত্যাকান্ডের সুষ্ঠ বিচার করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরণের হত্যাকান্ড না ঘটে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।সকল অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি