আশুলিয়ায় অন্ত:সত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ ঊদ্ধার
প্রকাশিত : ২১:১৪, ৪ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় শারমিন আক্তার (১৯) নামে ছয়মাসের অন্ত:সত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে আশুলিয়ার কাঠগড়ার সুজন দেওয়ানের বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন আক্তার বরিশাল জেলার বানাড়ীপাড়া থানার খেজুরবাড়ি গ্রামের রুহুল আমিনের মেয়ে।
গত চারদিন আগে কাঠগড়া এলাকায় স্বামী রফিকুলের নিকট আসেন।নিহত শারমিন ছয় মাসের অন্ত:সত্বা ছিলো বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী রামকৃষ্ণ দাস জানান,দুপুরের পর আশুলিয়ার কাঠগড়ায় এক নারীর গলায় ফাঁস দিয়েছে এমন খবরের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশের ধারনা পারিবারিক কলহের জেরে শারমিন আত্মহত্যা করতে পারে।তবে বিষয়টি তদন্ত করে বলা যাবে।নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
কেআই/
আরও পড়ুন