ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বাউফলে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ২১:৩০, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিক উপর হামলা করেছে সন্ত্রাসীরা।মঙ্গলবার রাতে কালাইয়া বন্দরের সরকারি বড় পুকুরের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক বর্তমানে বাউফলের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ঘটনার রাতে প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বাউফল সংবাদদাতা মাসুম সিদ্দিকী বাসা থেকে বের হয়ে কালাইয়া বন্দরের সরকারি পুকুর পাড়ে যান।পুকুর পাড়ে তার এক সহকর্মী সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় শফি হাওলাদার নামে স্থানীয় এক সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।এ সময় মাসুমের সঙ্গে থাকা সহকর্মী সন্ত্রাসীকে নিবৃত্ত করার চেষ্টা করলে তিনিও আঘাতের শিকার হন।

হাসপাতালে চিকিৎসাধিন সাংবাদিক মাসুম সিদ্দিকী জানান, কেন তার উপর হামলা করা হলে তা তিনি জানেন না। তার ক্যাবল নেটওয়ার্ক ও ওয়াইফাইয়ের ব্যবসা রয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধির বাসায় দু’দিন পর্যন্ত ওয়াইফাই সংযোগে ত্রুটি থাকায় তার এক কর্মচারীকে ওইদিন সন্ধ্যায় মারধর করা হয়। পুকুর পাড়ে বের হলে শফি হঠাৎ তার উপর হামলা চালায়। 

এ দিকে ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাউফলের কর্মরত সাংবাদিকরা। হামলাকারী সন্ত্রাসীর বিরুদ্ধে স্থানীয় থানায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়। 
 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।শফিকে গ্রেফতারের চেষ্টা চলছে।তবে সাংবাদিকের কাছ থেকে এখনও অভিযোগ পাইনি। আমি এ থানায় আসার পর শফির বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি। তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি