ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে দুটি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৩, ৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:৩৭, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলায় সাড়ে ৪ কি.মি দু’টি কাঁচা রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ।

এ উপলক্ষে বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৪ টিউবওয়েল ট্রাক টারর্মিনালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সকল ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতাকা তলে উন্নয়নের কাজে যুক্ত হতে হবে।সবাই এক সঙ্গে পরিশ্রম করলে এদেশটাকে উন্নত করতে পারলে আমাদের কারও অভাব থাকবে না। আমার বিশ্বাস এই দেশ হবে একটি আধুনিক ও উন্নত দেশ। 

স্থানীয় সরকার প্রকৌশঅধিদপ্তরের তত্বাবধানে সড়ক দু’টি পাকা করণে এক কোট টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি