আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন
প্রকাশিত : ১২:৪৭, ৫ সেপ্টেম্বর ২০১৯

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় ভয়াবহত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে কারখানাটিতে ডাম্পিংয়ে কাজ অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবস্থিত এজিজ কটন মিলস নামক সুতা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আমাদের প্রচণ্ড বেগ পেতে হয়।
পরবর্তীতে আমাদের আরও একটি, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি এবং ইউনিট প্রধানের একটিসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাশ শুরু করে। এ সময় প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সুতার স্তুপের মধ্যে ছোট ছোট আগুন ও ধোঁয়া বের হওয়ায় আমাদের ডাম্পিংয়ের কাজ অব্যাহত রয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তার বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয়টিও সঠিকভাবে নিরূপণ না করে বলা যাচ্ছে না।
আরও পড়ুন