মেধা দিয়েই ছাত্রলীগের রাজনীতি করতে হবে: শোভন
প্রকাশিত : ২১:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৯

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, বাংলাদেশ এখন মেধার শক্তিতে চলছে, মেধার শক্তি বাস্তবায়ন করতে মেধা দিয়েই ছাত্রলীগের রাজনীতি করতে হবে।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজার মিনলায়তনে জেলা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রলীগ মানে শান্তি, তারা সবসময় প্রগতির কথা শুনবে, হৃদয়ে ধারণ করবে এবং সেটাকে বাস্তবায়ন করবে। মেধাহীন ছাত্রলীগ দরকার নাই।
শোভন বলেন, এমন ছাত্রলীগ প্রয়োজন নাই যে ছাত্রলীগ কথায় কথায় স্লোগান দেবে, চাঁদাবাজি করবে, পেশি শক্তি প্রদর্শন করবে। আমরা বঙ্গবন্ধুর নিজের হাতের গড়া ছাত্রলীগ। ফলে আমাদের কাঁধে অনেক দায়িত্ব।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চেয়েছিলেন, দেশের মানুষের মুখে যাতে হাসি ফুটে, তারা দুবেলা পেট ভরে খেতে পায় সেই স্বপ্ন দেখেছেন। আর আমরা সেই আদর্শের বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগ সভাপতি আরো বলেন, শেখ হাসিনা আমাদেরকে বলেন ছাত্রলীগের কাছে আসলে আমার প্রাণ খুলে কথা বলতে ইচ্ছা করে। এজন্যে আমাদেরকে তেমন আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আমরা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগকে প্রতিষ্ঠা করতে বঙ্গমাতা নিজের আচলের টাকা দিয়ে নিজের গহনা বিক্রি করেছিলেন। আমরা সেই ছাত্রলীগ যে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি আপন মনে করেন।
কর্মীসভায় জেলা ছাত্রলীগের সভাপতি দিপংক কান্তি দে'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ প্রমুখ ।
এসি
আরও পড়ুন