ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

কাশিমপুর কারাগারে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

কা‌শিমপুর ‌ডি‌বিএল ফায়ার সা‌র্ভি‌সের প‌রিদর্শক মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে কারাগারের ভিতরে মালপত্র রাখার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরাতন টি‌ভি, ফ্রিজসহ কিছু মালামাল পুড়ে যায়। বৈদ্যু‌তিক শর্টসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হতে পারে বলে এই কর্মকর্তার ধারণা।

এর আগে গত ৪ মে রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর ভেতর ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি