ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একদল সন্ত্রাসী দুবাই প্রবাসীর নবনির্মিত ভবনে ব্যাপক তাণ্ডব ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বেশাইন খান গ্রামে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে সন্ত্রাসীরা এ হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
 
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে হামলাকারীরা পালিয়ে গেলেও, ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া ৮টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বেশ কয়েকজন হামলাকারীর ধস্তাধস্তি হলে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রবাসী সাইফুলের পিতা সোহরাব মোল্লা এজাহার দায়ের করেছেন। 

প্রতক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী মোটরসাইকেল বহর নিয়ে বেশাইন খান গ্রামের সোহরাব মোল্লার ছেলে প্রবাসী সাইফুল ইসলামের বাসায় প্রবেশ করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র, লোহার রড ও শাপল নিয়ে বাস ভবনের সুদৃশ্য গেট, বাগানে লাগানো বৈদ্যুতিক লেম্প, সিসি ক্যামেরা ও এসিসহ মূল্যবান মালামাল ভাঙচুর করে।

খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবার জানায়, সম্প্রতি তারা স্বপরিবারে বসবাসের জন্য গ্রামে একটি পাকা ভবন নির্মাণের সময় স্থানীয় কয়েকজন যুবক ফোন করে তাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ভবন করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা। তাদের হুমকি উপেক্ষা করে ভবনটি নির্মাণ সম্পন্ন করে। বর্তমানে স্বপরিবারে সেখানে বসবাস করছেন। নিরাপত্তার স্বার্থে তারা ঘরের সামনে সিসি ক্যামেরা লাগিয়েছেন।

শুক্রবার সকালে মোটরসাইকেলে দুই যুবক তাদের বাড়িতে প্রবেশ করে সিসি ক্যামেরা খুলে ফেলে। এরপর সন্ত্রাসীদের নেতৃত্বে বেশ কিছু মোটরসাইকেলে এসে একদল হামলাকারী ব্যাপক তাণ্ডব ও ভাংচুর চালায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান প্রবাসী সাইফুলের পিতা সোহরাব মোল্লাকে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসলে, পুলিশ সুপার ফতিহা ইয়াসমিন বিস্তারিত ঘটনা শোনেন ও মামলা দায়েরের পরামর্শ দেন। কিন্তু, রাত হয়ে যাওয়ায় শনিবার সকালে মামলার অভিযোগ নিয়ে থানায় হাজির হোন।
 
প্রবাসী সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, কীর্তিপাশা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস শুক্কুর মোল্লা তার কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এই টাকা না দেওয়ায় তিনি একাধিকবার ফোন করেও হুমকি ধামকি দেন। সেই হুমকির জেরেই তার ছেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, চক্রটি ঘটনা ধামাচাপা দেয়ার জন্য আমাকে বিএনপির লোক বলে তারা প্রচার করছে। অথচ আমি বহুদিন ধরে জীবিকার প্রয়োজনে বিদেশে রয়েছি।

এ ব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)এমএম মাহমুদ হাসান বলেন, যারা হামলা করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই/
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি