ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

জয়পুরহাটে পুলিশের অভিযোগ বাক্সের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাট জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং  মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহসহ সকল অপরাধ নির্মূলে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ থানা চত্বর ছাড়া ও জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে শনিবার পুলিশের অভিযোগ বাক্সের উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ওই অভিযোগ বক্সের উদ্বোধন করেন।
 
এসময় অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও আব্দুস সালাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরাও অনুষ্ঠানে যোগদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অনেকেই অপরাধীদের ভয়ে সরাসরি থানায় অভিযোগ করতে চান না। তারা নির্ভয়ে এই অভিযোগ বক্সে যেকোন অভিযোগ করতে পারেন। জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। এ অভিযোগ বাক্সে পুলিশসহ যে কোন বিষয়ে নাম ছাড়াই অভিযোগ দেওয়া যাবে। চাবি থাকবে পুলিশ সুপারের নিকট। 

সপ্তাহে একবার ওই বাক্স খোলা হবে এবং প্রাপ্ত অভিযোগের ব্যপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার। 
উল্লেখ্য, জেলার পাঁচ থানা চত্বরে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি