ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে দিনব্যাপী কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ২০:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে দেশের প্রথম নিরক্ষরমুক্ত ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী কৃষ্টপুর গ্রামে স্থানীয় সংগঠন “আর্দশ যুব সমাজ”র উদ্যোগে রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

কর্মসূচিতে ছিল কচুবাড়ী কৃষ্টপুর মসজিদ সংলগ্ন চাতালে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালি, ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদান ও গাছের চারা বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধসহ অগ্নিনির্বাপন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান। 

উল্লেখ্য,ওই গ্রামের মোখলেসুর রহমান নামে একব্যক্তি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের উন্নয়নে কঠোর পরিশ্রমে গ্রামটিকে নিরক্ষরমুক্ত করেন এবং পরবর্তীতে তিনি প্রেসিডেন্সি পুরস্কার লাভ করেন।কয়েক বছর আগে তিনি মারা গেছেন।

এদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি