ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৯, ৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২১:৪৯, ৮ সেপ্টেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম(১৭)নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।রোববার দুপুরে উপজেলার লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের আলম মিয়ার ছেলে এবং স্থানীয় হীরাপুর নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এসময় দুর্ঘটনায় মাসুম খন্দকার নামে অপর আরোহী আহত হয়।

হাসপাতালে আহত মাসুম খন্দকার জানায়, রোববার দুপুরে সাইফুল এবং মাসুম উপজেলার হীরাপুর থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া লামারবাড়ী এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত. ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সাইফুলের মৃত্যু হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি