হিলিতে জাতীয় স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:৪৪, ৯ সেপ্টেম্বর ২০১৯

দিনাজপুরের হিলিতে ৪৮তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন খেলাধুলার বালক ও বালিকাদের ফুটবল ও হ্যান্ডবলের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় ও হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে পর্যায়ক্রমে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়।
বালিকাদের ফুটবল খেলায় হিলির নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল টিম ও বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলায় ৩-২ গোলে নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল টিমকে হারিয়ে বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল চাম্পিয়ন হয়।হ্যান্ডবলে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ একাদশ ও বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ একাদশ অংশগ্রহণ করেন। এতে ২-০ গোলে পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজকে হারিয়ে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ একাদশ চাম্পিয়ন হন।
বালকদের হ্যান্ডবলে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ একাদশ ও পাউশগাড়া দাখিল মাদ্রাসা একাদশ অংশগ্রহণ করে। এতে পাউশগাড়া দাখিল মাদ্রাসা একাদশকে ৩-৮ গোলে হারিয়ে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ একাদশ চাম্পিয়ন হয়েছে। ফুটবল খেলায় বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ ফুটবল দল ও গুমড়া গোবিন্দপুর দাখিল মাদ্রাসা ফুটবল দল অংশগ্রহণ করেন।এতে ২-০ গোলে গুমড়া গোবিন্দপুর দাখিল মাদ্রাসাকে হারিয়ে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ ফুটবল দল চাম্পিয়ন হন।উপজেলা পর্যায়ে চাম্পিয়ন দলগুলো পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবেন।
এ সময় সেখানে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
কেআই/
আরও পড়ুন