ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ১০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডেও পল্লানপাড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহত ২ শিশু হচ্ছে- ওই এলাকার রবিউল আলমের ছেলে সোহেল রানা (১০) ও মোহাম্মদ আলমের কন্যা শিশু আলিফা (৫)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাত থেকে অবিরাম ভারি বৃষ্টি হচ্ছে। ভারি বর্ষণের কারণে সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার উরুমারছড়া এলাকায় প্রথমে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর পরপরই ওই এলাকার ফকিরামোরা এলাকায় আরও একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা খবর পেয়ে দ্রুত মাটি সরিয়ে বের করার আগে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি