ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪০, ১১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২৩:৪০, ১১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার দুর্গাপুরের খড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন নাহিদা (৫) ও নাদিয়া (৭) খড়িয়ালা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নাল হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বিকালে দাদির পেছন পেছন বাড়ির পাশের পুকুরে যায় নাহিদা ও নাদিয়া। দাদি পুকুরের পানিতে কাজ করছিলেন। এক পর্যায়ে দুই শিশু নাহিদা (৫) ও নাদিয়া (৭) দাদির অজান্তে ঐ গ্রামের একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে দাদি বাড়িতে যাওয়ার পর পরিবারের লোকজন তার কাছে নাহিদা ও নাদিয়ার বিষয়ে জানতে চাইলে দাদি তাদের দেখেননি বলে জানান।

পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে স্থানীয় বাবুল মিয়া বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করতে থাকেন। তিনি পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। 
এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি