ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবির হোসেন (২৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

তিনি সাভারের বনগাও ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

আবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন জানান, তার ছেলে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী নেওয়ার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় দুই সপ্তাহ আগে।

তিনি বলেন, রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে ধানমণ্ডি জেনারেল ও কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি