ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

গাইবান্ধায় পাটচাষীদের ক্ষতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধায় বন্যার পানি নেমে গেছে। কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে পাটচাষীদের স্বপ্ন। জমি তলিয়ে যাওয়ায় আবাদ ভালো হয়নি। ফলে কৃষকরা দাম পাচ্ছেন না ভালো। ক্ষতির মুখে দিশেহারা পাটচাষীরা। 
বন্যায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ীসহ ৬ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। অনেক পাটের গাছ জমিতেই মরে যায়। কোথাও আবার পানির তোড়ে ভেসে গেছে পাট জাগ। ফলন এবং  মানও গেছে কমে ।
কৃষকরা বলছেন, বিঘা প্রতি দশ মণ পাট হওয়ার কথা থাকলেও পাওয়া গেছে তিন মণেরও কম। ফলে লোকসান গুনতে হচ্ছে অন্তত ৩০ হাজার পাটচাষীকে। 
বন্যার সময় কৃষকদের পাটগাছ কেটে ফেলার পরামর্শ দেয়া হলেও সময়মতো কাটতে না পারায় ক্ষতি বেড়েছে-বলছে কৃষি বিভাগ।
জেলায় এ বছর ১৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। কৃষি বিভাগের তথ্যে বন্যায় নষ্ট হয়ে গেছে  ১৬শ’ ১২ হেক্টর জমির পাট ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি