ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছ পুলিশ। নিহতের পড়নে জিন্স প্যান্ট ও নীল রংয়ের গেঞ্জি রয়েছে। 

আজ সোমবার সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রামকৃষ্ণ দাস জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নির্মাণাধীন একটি ভবন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহৃ নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। অতিরিক্ত মাদক সেবনের কারণেই হয়ত তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এমএস/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি