ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

চুয়াডাঙ্গায় ৩১৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা সদর উপজেলার কোটালী গ্রামের হরিশপুর মোড় এলাকা থেকে ৩১৮ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার  বিকেলে তাকে আটক করা হয়। আরিফুল জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের রমজান আলীর ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কোটালী-দর্শনা সড়কের হরিশপুর মোড় এলাকায় একটি ইজিবাইকে তল্লাশি করে ৩১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় চালক আরিফুলকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামী আরিফুলকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আটক আরিফুল মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি