ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

ভারতে পাচার হওয়ার ৮ মাস পর দেশে ফিরল দুই ভাই

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতে পাচার হওয়ার আট মাস পর দুই ভাইকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হস্তান্তর করেন বিএসএফ।

ফেরত আসা দুই ভাই হলো পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের মাসুম হোসেনের ছেলে নাঈম(১২) ও রাহান উদ্দিন(১০)। তাদের মা রেক্সোনা খাতুন এখনও ভারতের জেলখানায় আটক রয়েছে।সাজা শেষ হলে তাকেও একই প্রক্রিয়ার ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন জানান, আট মাস আগে মায়ের সঙ্গে এই দুই ভাই দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। ভারতের শিয়ালদাহ রেলষ্টেশন থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে। 

এসময় দালাল চক্র পালিয়ে যায়।পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত মা রেক্সোনাকে সাজা দিয়ে কোলকাতার আলীপুর সেন্ট্রাল জেলে এবং দুই ভাইকে বারাসাত কিশোলয় চিলড্রেন হোমে রাখার নির্দেশ দেয়। দীর্ঘদিন হোমে থাকার পর হোম কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।এক পর্যায়ে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইকে ভারতের বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) ওবাইদুর রহমান বলেন, ফেরত আসা দুই ভাইকে আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতেই তার পিতা মাসুম হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি