ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ে মহাসড়কে ট্রাক উল্টে চালকের সহকারি নিহত  

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলার সালন্দর চৌধুরীহাটে সড়কের মাঝে ডিভাইডারের সঙ্গে  একটি ট্রাক ধাক্কা খেয়ে উল্টে পড়লে ট্রাকের হেল্পার আনোয়ার হোসেন আনু (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছে।নিহত আনোয়ার হোসেন পঞ্চগড় জেলার জগদল গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীগণ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রাক ঘটনাস্থলে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকে হেল্পার মারা যান।পরে ফায়ার সর্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লেখ্য,ওই ডিভাইডারের এক পাশে সিগন্যাল পোস্ট না থাকার কারণে এর আগে আরও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি