ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

আবৃত্তিশিল্পী প্রয়াত কামরুল হাসানের স্মরণসভা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালীতে কিংবদন্তী আবৃত্তিশিল্পী প্রয়াত কামরুল হাসান মঞ্জুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এই সময় তাঁর কর্মময় জীবন নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘নোয়াখালী আবৃত্তি একাডেমি’ এ অনুষ্ঠান আয়োজন করে।

এতে আবৃত্তিশিল্পী ছাড়াও কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে প্রয়াত কামরুল হাসান মঞ্জুর স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। 

অনুষ্ঠানে কামরুল হাসান মঞ্জুর আবৃত্তি অ্যালবাম থেকে নির্বাচিত কয়েকটি আবৃত্তি করে শোনানো হয়। 

আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলাম, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, আবৃত্তিশিল্পী লায়লা তারেক, লক্ষীপুর আবৃত্তি একাডেমির সভাপতি মাসুম জিহাদী। এসময় বক্তারা নোয়াখালী অঞ্চলে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে কামরুল হাসান মঞ্জুর অবদান তুলে ধরেন।
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি