ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

পদ্মায় পানি বাড়ায় বিপাকে চরাঞ্চলের মানুষ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ১ অক্টোবর ২০১৯

ভারতের বিহার ও উত্তর প্রদেশ থেকে আসা ঢলে পদ্মায় বেড়েই চলেছে পানি। এতে রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বিশেষ করে জেলার চারটি উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ইতিমধ্যেই তারা চরাঞ্চল ছাড়তে শুরু করেছেন। গবাদি পশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৬০০ পরিবার চরাঞ্চল ছেড়েছেন বলে জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।
 
এদিকে,আজ  সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মায় পানির উচ্চতা ছিলো ১৮ দশমিক ০৪ মিটার। সকাল ৯টায় আরও এক সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ০৫ সেন্টিমিটার। অর্থাৎ বিপদসীমার মাত্র ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপাত্ত সংগ্রহকারী এনামুল হক বলেন, সোমবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিলো ১৭ দশমিক ৯০ মিটার। ২৪ ঘন্টায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। আর ২৭ ঘন্টায় বেড়েছে ১৫ সেন্টিমিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, পদ্মার পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। রাজশাহী শহরে পানি প্রবেশের কোনো সম্ভাবনা নেই। শহরের সাথে সংযুক্ত স্লুইসগেইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে রাজশাহীর গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। সেগুলোতে বন্যায় ক্ষতি হবার আশংকা রয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, সোমবার পর্যন্ত রাজশাহীর চারটি উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। যাদের মধ্যে এখন পর্যন্ত ৬০০ পরিবারকে চরাঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ কাজ অব্যাহত রয়েছে। সরিয়ে নেয়া লোকজনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাখার ব্যবস্থা করা হয়েছে।
 
তিনি বলেন, মঙ্গলবার সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। এতে চরাঞ্চলের লোকজনকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে চারটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। ত্রাণ প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেয়া হবে।

ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিহার ও উত্তর প্রদেশে প্রবল বন্যা হওয়ায় ফারাক্কার সব লক গেট খুলে দেয়া হয়েছে। তবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্ষায় ফারাক্কার গেটগুলো খোলাই থাকে। 
আই/কেআই


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি