ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পেচাইন এলাকায় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার(২০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কালিপুরা গ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে। এই ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।পুলিশ লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর আলী জানান, নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত আরিফ হোসেন নামের এক পুলিশ কনস্টেবল মোটর সাইকেলযোগে ব্যক্তিগত কাজে গাউছিয়া যাচ্ছিলেন। পথে দুপুর দেড়টার দিকে মদনপুর-ভুলতা সড়কের পেচাইন এলাকায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নয়াপুর থেকে মদনপুরগামী একটি অজ্ঞাত ট্রাক আরিফকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি