ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

হেপাটাইটিস সি আক্রান্ত শিশুর জন্য সাহায্যের আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২২ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:৪৫, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

মাহমুদুর রহমান সায়মন নামে ৯ বছরের এক শিশু দীর্ঘদিন ধরে হেপাটাইটিস- সি ভাইরাস ও থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। তার বাবা একজন সাধারণ চাকরিজীবী। তাদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে।

শিশুটি ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. বেলায়েত এর অধীনে চিকিৎসাধীন রয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হুমায়রা নাজনীন এর অধীনে চিকিৎসাধীন আছে। শিশুটির জন্য প্রতিদিন ৫ হাজার টাকার ওষুধ লাগে বলে জানিয়েছেন তার বাবা মো. নেছার আহাম্মদ।

দীর্ঘদিন যাবত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নিঃস্ব হয়ে গেছে শিশুটির পরিবার। এখন তার পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আর্থিক সহযোগিতা চেয়েছেন শিশুটির পিতা।

সাহায্য পাঠানোর ঠিকানা

এ/চ নং-০১৮০৩১০০১৪৪৪৫

যমুনা ব্যাংক, ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ, ঢাকা।

ব্যক্তিগত বিকাশ নং: ০১৭১৮৪৬৮৮২২

পেমেন্ট বিকাশ নং: ০১৮২৯৯৬৮২৬৪


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি