ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে মিডডে মিলের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ২২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাধ্যতামূলক মিডডে মিল পদ্ধতি চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে এসময় তার সঙ্গে ছিলেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, ছাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিডডে মিল চালু করা হয়েছে। উদ্বোধনী দিনে বিদ্যালয়ের টিফিন ফান্ড থেকে খিচুড়ি খাওয়ানো হয়। 

এরপরে সকল ছাত্রী বাড়ি থেকে খাবার নিয়ে আসবে। টিফিনে সকলে একযোগে তা খেয়ে নেবে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২৫০জন ছাত্রী রয়েছেন।  

কেআই/এসি
   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি