ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

মেননকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪০, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সংসদ সদস্য আ.স.ম ফিরোজ।
 
আজ শুক্রবার সকাল ১১টার দিকে পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
মেনন বলেন,‘এতদিন শেখ হাসিনার জয়গান করেছেন,মন্ত্রীত্ব নিয়েছেন, স্ত্রীকেও এমপি হিসেবে পেয়েছেন। এখন মন্ত্রীত্ব না পাওয়ার বেদনায় আপনি অশালীন কথা বলে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।আপনার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ’।

কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, কাছিপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

সম্মেলনে বাবুল আখতারকে সভাপতি এবং শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। 

এছাড়া যুবলীগে রফিকুল ইসলামকে সভাপতি ও সুমনকে সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগে রিয়াজ খানকে সভাপতি ও জামাল হাওলাদারকে সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগে শাহনাজ পারভীনকে সভাপতি ও শামিমা বেগমকে সাধারণ সম্পাদক, যুব মহিলালীগে নুর নাহার শিল্পীকে সভাপতি ও হেনা বেগমকে সাধারণ সম্পাদক, শ্রমিক লীগে রোশনে আলীকে সভাপতি ও হালিম আকনকে সাধারণ সম্পাদক ও ছাত্রলীগে রিয়াজ আকনকে সভাপতি ও নিরব গনপতিকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।  

কমিটিকে কেন্দ্র করে সম্মেলনের এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী তানজিল ইসলাম অভি ও আল আমিন তোহার মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে বলে স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান। 
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি