ডিবি পরিচয়ে ডাকাতির সময় মূল হোতাসহ আটক ৮
প্রকাশিত : ২০:৩৭, ২৯ অক্টোবর ২০১৯
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকা হতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত আন্তঃজেলা ডাকাত শহীদ-কামাল গং এর মূল হোতা শহীদ, কামাল এবং তাদের সহযোগী ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একটি অভিযানিক দলের সদস্যরা।
এসময় তাদের নিকট থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের নকল জ্যাকেট, ওয়াকিটকিসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
গত (২৮ অক্টোবর) সোমবার রাত পৌনে এগারটার সময় র্যাব-১ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-গাজীপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে চেরাগ আলী মার্কেটের ট্রাক স্ট্যান্ডের সামনে রাস্তায় ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গিলাবাদ গ্রামের ইসহাক মিয়ার ছেলে শহিদ আকন্দ (৪২), পটুয়াখালী জেলার দুমকী থানার চরবয়রা গ্রামের মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে জাকির হোসেন @ কামাল (৩৫), একই জেলার গলাচিপা থানার চরকাজল গ্রামের মৃত অলিমাঝির ছেলে শাজাহান (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার হাগুড়া কুড়ি গ্রামের জয়নাল হোসেন মিশ্রির ছেলে মাহাবুব মানিক (৩১), নীফামারী জেলার কিশোরগঞ্জ থানার মুন্সীপাড়া এলাকার আনিসুল ইসলামের ছেলে বাবু ইসলাম @ পিচ্চি বাবু (২৮), পটুয়াখালী জেলার গলাচিপা থানার হোগল গুনিয়া গ্রামের মৃত মতলবের ছেলে আল আমিন হোসেন (৩৬), জামালপুর জেলার মেলান্দহ থানার ভাপকী বড়বাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নুর ইসলাম (২৯), টাঙ্গাইল জেলার মধুপুর থানার আউশানারা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী মোছা. আর্জিনা বেগম (২৩) তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট হতে ১টি দেশিয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি পিস্তলের চামড়ার কাভার, ১টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি সেট, ৩টি ডিবি লেখা জ্যাকেট, ৪টি ধারালো ছুরি, ১টি চাপাতি, ২০টি মোবাইল ফোন, ১টি কাটার, ১টি গ্রান্ডিং মেশিন, ১টি হেক্স ব্লেড, ৮টি গাড়ীর নাম্বার প্লেট, ৩টি তালা খোলার রড, ৪টি ওয়াকিটকি চার্জার ও নগদ সাড়ে চার হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব-১ সূত্র আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেআই/এসি
আরও পড়ুন










