ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ১ 

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৮, ২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গ্রামীন সার্ভিসে সুপারভাইজার ও সিকিউরিটি পদে চাকরি দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আশুলিয়ায় প্রতারক চক্রের সদস্য নাহিদ হাসান (৪০)কে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে আশুলিয়া বাজার সংলগ্ন মাষ্টার বাড়িতে এ প্রতারক চক্রের সদস্যরা অফিসে লোক ডেকে এনে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার মুহূর্তে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

আটককৃত নাহিদ হাসান ভোলা জেলার বোরহান উদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের স্মৃতিপাড়া এলাকার আবদুল হান্নান এর ছেলে। সে আশুলিয়া বাজার সংলগ্ন মাষ্টার বাড়িতে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সারাদেশ থেকে লোক সংগ্রহ করে তাদের সর্বস্ব হাতিয়ে নেয়।

এ ব্যাপারে চাকরি প্রার্থী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম বলেন, সে বরগুনা সদর এলাকার বাসিন্দা আবু তালেবের ছেলে। বরগুনা পৌরসভার কমিশনার জাহাঙ্গীর কবির এর নিকট একটি চিঠির মাধ্যমে সে জানতে পারেন, গ্রামীন সার্ভিসে জেলা উপজেলায় নিকটস্থ টাওয়ারে সুপারভাইজার পদে ২ জন ও সিকিউরিটি গার্ড পদে ২ জন লোক নিয়োগ করা হবে। কমিশনার তাদেরকে বাছাই করে চিঠিতে দেয়া ঠিকানা মোতাবেক ঢাকার আশুলিয়া পাঠান। সে অনুযায়ী শনিবার সকালে বরগুনা থেকে সে ও তার অপর চাকরি প্রার্থী রাজু আহমেদ(২৭) কে নিয়ে আসেন। 

চিঠিতে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তারা আশুলিয়া বাজার স্ট্যান্ডে তাদেরকে নামতে বলেন। সেখানে নেমে মোবাইল করলে ঝিনুক হোটেলের সামনে আসতে বলেন। ঝিনুক হোটেলের সামনে গেলে তাদেরকে হাবিব নামে অফিস পিয়ন তাদেরকে রিসিভ করেন। একপর্যায়ে হাবিব অফিস দেখিয়ে দিয়ে সড়ে পড়ে। অফিসে গেলে দরজায় এবং গেটে তালা লাগিয়ে একজন বের হয়ে যান। সাথে সাথে পার্শ্ববর্তী  লোকদের জানালে তারা অফিসের কর্মকর্তা নাহিদকে পরিচয় করিয়ে দেন। পরে অফিস খুলে ভিতরে বসেন এবং সুপারভাইজার পদে ৬ হাজার টাকা এবং গার্ড পদে সাড়ে ৩ হাজার টাকা দাবি করে অফিস সহকারি নাহিদ। এতে অবসর প্রাপ্ত সার্জেন্ট আবুল কালামের সন্দেহ হলে তিনি চ্যালেঞ্জ করেন এবং বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তাদের সহায়তায় নাহিদকে আটক রেখে আশুলিয়া থানা পুলিশ কে খবর দিলে এসআই আকরামের নেতৃত্বে পুলিশ উপস্থিত হয়ে নাহিদ কে প্রতারণার অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে।

এসআই আকরাম বলেন, দীর্ঘদিন যাবৎ এ চক্রটি আশুলিয়ার বিভিন্নস্থানে অফিস নিয়ে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে চিঠি ইস্যূ করে চাকরি দেয়ার কথা বলে লোক পাঠাতে বলে। তাদের সুপারিশে লোক আসলে টাকা নিয়ে লোকদেরকে হয়রানি করছে। অথচ গ্রামীন সার্ভিস নামে কোন প্রতিষ্ঠান এ পদে লোক নেয় না। পরিকল্পিতভাব প্রতারনার আশ্রয় নিয়ে অবৈধ পন্থায় চাকরি প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ চক্রেরই একজন নাহিদ হাসান। চাকরি প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি