ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

ইসিজি করানোর সময় রোগীর গহনা হাতিয়ে নেয়ার অভিযোগ

সাভার প্রতিনি

প্রকাশিত : ১৯:২৯, ২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় হ্যাপী জেনারেল বেসরকারি হাসপাতালে নারী রোগীর ইসিজি করানোর সময় তার গহনা হাতিয়ে নেয়ার অভিযোগ থানায় সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগি জান্নানী আক্তার (১৮) এর স্বামী এসএম দীপু।

২৮ অক্টোবর রাত ১০টার সময় উল্লেখ করে আশুলিয়া থানায় ৩১ অক্টোবর সাধারণ ডায়রি করেছেন। সাধারণ ডায়রিতে বিবাদীরা হলেন, হ্যাপী জেনারেল হাসপাতালের নার্স রুমি, ডাক্তার জাহিদ, ম্যানেজার লেবুবুর রহমান লেবু, এমডি কামরুল হাসান।

এ ব্যাপারে স্বামী দীপু বলেন, আমার স্ত্রী জান্নানী অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ হ্যাপী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে ডা. জাহিদকে দেখাই। তার পরামর্শ মোতাবেক নার্স রুমি জান্নানীকে ইসিজি কক্ষে নিয়ে যান। সেখানে ইসিজি পরীক্ষার পূর্বে নার্স তার পরিধেয় দু’টি স্বর্ণের আংটি, একজোড়া রূপার পায়ের নুপুর ও একজোড়া স্বর্ণের চুরি খুলে রাখেন। পরে ইসিজি পরীক্ষা শেষে ওই নারী ভুলবশত তার গহনাগুলো না নিয়েই কক্ষ থেকে বের হয়ে স্বামীর সাথে বাসায় চলে আসেন। 

পরেরদিন ওই গহনার জন্য হাসপাতালে গিয়ে রিসিভসনে বিষয়টি জানালে তারা বলেন, ওই নার্স হাসপাতালে আসেনি। পরেরদিন আবার গেলে ডা. জাহিদ, নার্স রুমি, ম্যানেজার লেবু ও এমডি কামরুল হাসান দেই দিচ্ছি বলে কালক্ষেপন করেন। পরবর্তীতে ডাক্তার ও নার্সের নিকট আমার স্ত্রীর গহনাগুলো চাইলে আমার সাথে তারা অশোভন আচরণ করে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়। তাই বাধ্য হয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।

এ সংক্রান্ত বিষয় জানতে চাইলে হাসপাতালটির ম্যানেজার লেবুবুর রহমান লেবু বলেন, সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে তিনি জানেন। তবে নার্স ও ডাক্তার এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। তবে ওই রোগী তার গহনাগুলো সাথে সাথে নিয়ে গেলেন না কেন? একদিন পর এসে চাইলেই তো সেগুলো দেয়া সম্ভব না।
 
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক অহিদুজ্জামান বলেন, ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষকে থানায় নোটিশ করা হয়েছে। সেখানে ফয়সালা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

উল্লেখ্য,হাসপাতালটির বিরুদ্ধে ভুল চিকিৎসাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এক বছর আগে ওই হাসপাতালের ফার্মেসী কক্ষে বিষের ইনজেকশন পুশ করে এক কর্মচারী হত্যা হয়েছিল।
 
কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি