ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৭, ২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' এই প্রতিপাদ্য নিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে এ দিবস পালিত হয়। 

শহরের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে নতুন শিল্পকলা একাডেমির হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা সমবায় কর্মকর্তা চন্দর দত্তের সভাপতিত্বে ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হিরণময় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার মো. মিজানুর রহমান(বিপিএম),স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, সুনামগঞ্জ কেন্দ্রীয় সমবায় সোসাইটির সভাপতি লোটারিয়ান আলহাজ আশফাকুর রহমান চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মো. আহমদ নুর, এডঃ মাহবুবুল হাসান শাহীন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক জিতেন্দ্র সূত্রধর, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতির উপদেষ্টা শামীয়াম তাজুল, মল্লিকা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ মিজানুল হক সরকার প্রমুখ। 

জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ মৎস্যভান্ডার হিসেবে খ্যাত। কাজেই সমবায় সমিতির মাধ্যেমে যারা জলমহাল ইজারা নেন এখানে কোন দাদন ব্যবসায়ীর নিকট হতে চড়াসুদে কোন টাকা এনে তাদের সম্পৃত্ত করা যাবে না। সমবায় সমিতি প্রকৃত মৎস্যজীবিদের স্বল্প সুদে ঋণ দিচ্ছে। এই মৎস্যভান্ডারকে আগামীতে আরও সমৃদ্ধ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

আলোচনা সভা শেষে ২০১৮ সালে কৃষিখাতসহ বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ট সুনামগঞ্জ কেন্দ্রীয় সমবায় সোসাইটির সভাপতি লোটারিয়ান আলহাজ আশফাকুর রহমান চৌধুরী সহ ৭জনকে সমবায়ী হিসেবে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি