ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

রাতে জেএসসি পরীক্ষা দিল গোপালগঞ্জের ৫৮ শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৯, ২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাতে জেএসসি পরীক্ষা দিল গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্ট ধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫৮ জন শিক্ষার্থী। আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পযর্ন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মনি মোহন বাড়ৈ জানান, ধর্মীয় বিধানমতে সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের লোকজনের কাগজে লেখা নিষেধ। যে কারণে ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেয়া হয়। 

২০১৯ সালের জেএসসি পরীক্ষার সময় সূচির মধ্যে দুই শনিবার রাতেই পরীক্ষা দিবে এসব পরীক্ষার্থীরা। তবে অন্যান্য পরীক্ষার্থীদের সাথে ওই ৫৮ জন পরীক্ষার্থীদেরকেও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। পরে ওই কেন্দ্রে একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হয় এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেয়া হয়। রাতে জেএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। এরা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা জানান, ঢাকা বোর্ডের নির্দেশে পরীক্ষা নেয়ার জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছিল। 

আরকে/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি