ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

মধুমতি নদীর ভাঙন তীব্র (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫০, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফরিদপুরে মধুমতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। আলফাডাঙ্গা উপজেলার ৪ ইউনিয়নের ৯ গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি, তিন কিলোমিটার সড়ক, একটি গুচ্ছগ্রাম এখন নদীগর্ভে। হুমকির মুখে আরো কয়েক’শ বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও বাজার। দ্রুত ভাঙ্গন ঠেকানো না গেলে জেলার মানচিত্র বদলে যাবে, এমন আশংকা স্থানীয়দের। 
মধুমতি নদীর ভাঙ্গনের সামনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া, গোপালপুর, বানা ও টগরবন্দ  ইউনিয়নের নদীপাড়ের মানুষের দিন কাটে আতংকে। ভাঙন এতটাই তীব্র যে বোড়ি-ঘর সরানোরও সময় পাচ্ছেনা মানুষ। 
নদীভাঙা মানুষের আশ্রয় সড়ক অথবা অন্যেও জমি। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ পাচুরিয়া ইউনিয়ন। এ ইউনিয়নের বেশীর ভাগ গ্রাম এখন নদীগর্ভে। 
ভাঙ্গন ঠেকাতে কয়েকটি স্থানে বালুভর্তি ব্যাগ ফেলা হলেও কোন কাজেই আসছেনা।  ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি দুর্গত মানুষের।
আর জেলাপ্রশাসক জানিয়েছেন, স্থায়ী বাঁধ নির্মানের কাজ শুরু হবে আগামী বছর থেকে । 
মধুমতি নদীর ভাঙ্গনরোধে শুধু আশ্বাসে ভরসা রাখতে পারছেনা আলফাডাঙ্গাবাসী। দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তাদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি