ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

জুতার মধ্যে মিললো ডলার রুপি

বেনাপোল(যশোর)প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪০, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট থেকে বিশ হাজার মার্কিন ডলার ও দুই হাজার ২৪০ ভারতীয় রুপিসহ নারায়ণ ডালি (৩৬) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক নারায়ণ মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার বড়ই হাজী গ্রামের বিজয় ঢালির ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পেরে আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েক মো. এমদাদুল হক নেতৃত্বে বেনাপোল চেকপোস্ট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইনের একটি বাস তল্লাসি করে নারায়ণ ঢালিকে আটক করা হয়।

পরে তার পায়ের জুতার সাথে বিশেষ ব্যবস্থায় লুকানো অবস্থায় বিশ হাজার মার্কিন ডলার ও দুই হাজার ২৪০ ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি