ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

জেএসসি পরীক্ষায় ছেলেকে নকলে সহযোগিতা করায় বাবাকে কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটি উপজেলায় জেএসসি পরীক্ষায় নকলে সহযোগিতার অপরাধে এক অভিভাবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে উপজেলার বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত কাজী মো. জহিরুল ইসলাম উপজেলার ভুজপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।

নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন জানান, বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে ইংরেজী বিষয়ে পরীক্ষা চলাকালে ছেলেকে নকল সরবরাহ করছিলেন জহিরুল ইসলাম।

এসময় স্থানীয়রা তাকে আটক করে। পরে আটককৃত ওই অভিবাবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পাবলিক পরীক্ষা আইন (১৯৮০/৯) ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি