ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৯, ৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 

ছাতক উপজেলাধীন জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুরাদ হোসেনের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট বিভাগের এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: ফজলুর রহমান, জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোরাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, জাউয়া ইউনিয়নবাসীর প্রাণের দাবীকে বাস্তবায়ন করতে আমি চেষ্টা চালিয়ে যাব।  তিনি এলাকার প্রবাসীদের প্রসংশা করে বলেন, প্রবাসীদের কষ্টে অর্জিত টাকা দিয়ে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে। একদিন এসব প্রতিষ্ঠানের কারণে জাউয়া ইউনিয়ন আরও সমৃদ্ধশালী জায়গায় অবস্থান হবে। 

কেআই/এসি
  


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি