ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

বরিশালে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সারাদেশের ন্যায় বরিশালেও কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বছরের শুরুর দিন আজ সকাল ৯টায় নগরীর নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকরাও।

বরিশাল জেলার ১০টি উপজেলায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১৩ লাখ ৯৬ হাজার ৭৫১টি নতুন বই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত ৪৪ লাখ ১৬ হাজার ৩৬১টি নতুন বই শিক্ষার্থীদের দেওয়া হয়।

বছরের শুরুতেই হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি