ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, মার্কেট বন্ধ থাকলে ওয়েস্টিনে যান উপদেষ্টা আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৪৬, ১৪ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মাঝে মাঝে তার কাজ রাত পর্যন্ত শেষ হয়, তখন ভোর হয়ে গেলে তিনি নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। নীলা মার্কেট বন্ধ থাকলে তিনি গুলশানের হোটেল ওয়েস্টিনে যান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা জানান। এসময় তিনি গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তার বিষয়ে মন্তব্য করেন। ভিডিওতে জানে আলম উল্লেখ করেন, যেদিন চাঁদার টাকা নেওয়া হয়েছিল, সেদিন তার সাক্ষাৎ হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে।

এই বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “ওই দিন আমি ওই এলাকায় গিয়েছিলাম কি না, সে বিষয়টি আমার মনে নেই।”

সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তির সঙ্গে তার সংশ্লিষ্টতা সম্পর্কে উপদেষ্টা বলেন, “হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু বিশ্বাসযোগ্য তা বলা কঠিন।”

চাঁদাবাজির ঘটনায় তার সম্পৃক্ততা অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, “আমার মনে হয় না কেউ প্রমাণ দিতে পেরেছে যে আমি এতে যুক্ত। বরং অভিযোগ এসেছে একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে। এটি পরিবারের পক্ষ থেকে উত্থাপিত এবং যথেষ্ট বিশ্বাসযোগ্য অভিযোগ। এই ঘটনার সঙ্গে আমার সংশ্লিষ্টতা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি