ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

গৃহবধূ ফুলবানুর খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৭, ১১ জানুয়ারি ২০২০ | আপডেট: ২১:১৯, ১১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের মধ্যনগরের পল্লীতে গৃহবধূ ফুলবানু হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।  শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর এলাকায় মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস মিয়া, যুবলীগ নেতা দিলোয়ার, জিয়াউর রহমান, কবির মিয়া, সাবেক মেম্বার শাহানুর মিয়া, রিয়াজুল, শাহি আলমসহ ৮ গ্রামের মুরুব্বিয়ানরা। বক্তারা অবিলম্বে ফুলবানুর খুনীদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবী জানান।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি