ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বরিশালে ভাইয়ের হাতে ভাই খুন 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২০

মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। ছবি: একুশে টেলিভিশন

মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

বরিশাল শহরের উত্তর বগুড়া রোডের শিতলাখোলা এলাকায় জমির বিরোধ ও দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। 

আজ দুপুর ১১টায় শিতলাখোলা এলাকার জেসমিন ভিলার বাসিন্দা ফরিদ হোসেন (৪৫)-এর সঙ্গে দীর্ঘদিন জমির বিরোধ ও দোকান ভাড়া নিয়ে বিরোধ চলে তার আপন বড় ভাই শাহ্ আলম (৫০)-এর সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ শাহ্ আলম ফরিদকে দোকান ভাড়া দিতে রাজি না হলে দুই ভাইয়ের মাঝে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই শাহ্ আলম লাঠি দিয়ে ছোট ভাই ফরিদের মাথায় আঘাত করে।

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই ফরিদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বড় ভাই শাহ্ আলমকে আটক করেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি