ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

জেএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৯

জেএসসিতে বরিশাল বোর্ডে এ বছর পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ৫২ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৬১ হাজার ৬৪৬ জন ছাত্রী। পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। যার মধ্যে ৫০ হাজার ৫২১ জন ছাত্র আর ৬০ হাজার ৯৮ জন ছাত্রী।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার এ বছরের সঙ্গে এক থাকলেও এবার বেড়েছে জিপিএ-৫’র সংখ্যা।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি