ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না দাদা-নাতির

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৭, ৫ মার্চ ২০২০ | আপডেট: ২৩:১৯, ৫ মার্চ ২০২০

বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না দাদা-নাতির

বাজার নিয়ে বাড়ি ফেরা হলো না দাদা-নাতির

Ekushey Television Ltd.

বাজার করে বাড়িতে ফেরা হলো না দাদা-নাতির। রাজশাহীর বাগমারায় বাসের ধাক্কায় প্রাণ হারান তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বড় বিহানালী ইউনিয়নের খন্দকার মাড়ে যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মুরারিপাড়া গ্রামের জাভেদ আলী (৬৫) ও তার নাতি আব্দুল্লাহ (৭)। 

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, দাদা-নাতি উপজেলার ভবানীগঞ্জ বাজারে গিয়েছিল। বাজার করে ব্যাটারি চালিত অটো ভ্যানে বাড়ি ফেরার পথে নওগাঁর আত্রাইগামী রেহান পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে তারা ভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হন তারা। এতে শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যায়। আহত বৃদ্ধ জাভেদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

ওসি বলেন, এ ঘটনায় এলাকাবাসী রাস্তায় কাঠের গুড়ি ফেলে অবরোধ করে ও বিক্ষোভ করে বাস চালকের শাস্তির দাবি জানায়। পরে পুলিশ গিয়ে বাস চালকের শাস্তির আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়। 

এদিকে, উপজেলার বান্দাইখাড়ায় স্থানীয় লোকজন বাসটি জব্দ করে বাসের চালক তমেল আলীকে (৩৮) আটক করে। পরে পুলিশ গিয়ে বাসটি জব্দ ও চালককে আটক করে নিয়ে আসে বলেও জানান ওসি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি