ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেগমগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত    

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮, ৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের মেয়ে শিশু নিহত হয়েছে। এসময় নিহতের আরো দুই মেয়েসহ তিনজন আহত হয়।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চৌরাস্তার উত্তর পাশের ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের শিশু সন্তান নিধি রানি মজুমদার। আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, চৌমুহনী চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশা আফানিয়ার দিকে যাওয়ার পথে ছালামের দোকানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সাথে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার ছোট মেয়ে মারা যায়। আহত হয় ওই শিক্ষিকার দুই মেয়েসহ আরো তিনজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপভ্যানটি জব্ধ করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি