ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

করোনার আতঙ্কে মোংলায় বন্ধ থাকা সেই জাহাজের পণ্য খালাস শুরু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ১১ মার্চ ২০২০

মোংলা বন্দরে আটকে থাকা বিদেশি জাহাজ। ছবি: একুশে টেলিভিশন

মোংলা বন্দরে আটকে থাকা বিদেশি জাহাজ। ছবি: একুশে টেলিভিশন

মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজে ফিলিপাইনের তিন নাবিক করোনা ভাইরাসে আশঙ্কমুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (১১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন। এই রিপোর্ট থেকে ভাইরাসের আতঙ্ক কাটার পর সেই জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে।

ডা. সুফিয়া খাতুন বলেন, আমাদের মেডিকেল টিম ওই তিনি ভিনদেশি নাবিকের ফলোআপ চেকাপ করে। এসময় তাদের শরীর পুরোপুরি সুস্থ্য আছে বলে রিপিার্ট দেয়। বর্তমানে ওই তিনজন করোনা ভাইরাস আশঙ্কমুক্ত।

এদিকে করোনা ভাইরাস আতঙ্ক কাটার পর বন্দরে অবস্থানরত সেই বিদেশি জাহাজে থাকা পণ্য খালাস শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বুধবার (১১ মার্চ) সকালে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার মধ্যরাত থেকেই পশুর নদীর ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজ ‘এম, ভি সেরিনিটাস এন’ জাহাজে পুরোপুরিভাবে কয়লা খালাস শুরু হয়। 

এর আগে বুধবার (৪ মার্চ) মোংলা বন্দরে আসা মার্শাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজ ‘এম, ভি সেরিনিটাস এন’ জাহাজে ২০ নাবিকের মধ্যে তিন ফিলিপাইন নাবিকের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কাস্টম কর্তৃপক্ষের অনাপত্তির কারণে বন্দরে অবস্থান করা বিদেশি ওই জাহাজটিতে পণ্য খালাস বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাসের জন্য মোংলা বন্দরে আসে বিদেশি এই জাহাজটি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি