ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে সুগন্ধা-বিষখালীতে পানি বৃদ্ধি, বেরিবাঁধে ভাঙন

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩১, ২০ মে ২০২০

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুগন্ধা-বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতরাত থেকে দমকা হাওয়াসহ থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। 

জেলাবাসীকে নিরাপদে রাখতে ২৭৪টি আশ্রয় কেন্দ্র এবং প্রায় ৪শ শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ এবং ৪ শতাধিক গবাদিপশু আশ্রয় নিয়েছে। 

ঝড়ের প্রভাবে প্রবল স্রোতে ইতিমধ্যে বেরিবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। এছাড়া, জেলা শহর, উপকূলবর্তী উপজেলা কাঁঠালিয়া, আমুয়া বাজার ও লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানের বেরিবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম।

জেলা প্রশাসক মো. জোহর আলী ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সবাদিকদের জানিয়েছেন।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি