ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ২৮ মে ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৭ মে) রাতে শহরের সয়াধানগড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সদরের দিয়ার ধানগড়ার একরামুল খন্দকারের ছেলে নাহিদ খন্দকার (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে  সোহাগ শেখ (৩০) ও তেলকুপি গ্রামের মুকুল হোসেনের ছেলে সেলিম হোসেন (২৫)। এসময় তাদের কাছ থেকে ৩৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান জানান, ‘বুধবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় অভিযান চালায়। এসময় ৩৩১ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি