ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী মানুষের ঢল

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৫, ২৯ মে ২০২০ | আপডেট: ১৯:১৬, ২৯ মে ২০২০

Ekushey Television Ltd.

লঞ্চ ও গণপরিবহন বন্ধ থাকার পরও ঝুঁকি নিয়েই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন বরিশালসহ দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। যেখানে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই। এতে করে বাড়ছে করোনা সংক্রমণ ছড়ানোর প্রবণতা।

আজ শুক্রবার দক্ষিণাঞ্চলের কেন্দ্রস্থল বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। কর্মস্থলে ফিরতে অতিরিক্ত ভাড়া দিয়েই মাইক্রোবাস, মাহেন্দ্র ও মোটরসাইকেলে করে যাচ্ছেন তারা। 

আগামী ৩১ মে সাধারণ ছুটি শেষ হওয়ায় মূলত চাপ বেড়েছে। অনেকে ঈদের পরদিনই কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন উপায়ে রাজধানীতে ফেরেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে গার্মেন্টস কর্মীরাও। 

একইভাবে কর্মস্থলে ফিরছেন বিভাগের অন্যান্য জেলার চাকরিজীবীরাও। তবে, মাঠে থাকলেও অনেকটাই যেন নিরব-নির্বিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

এআই//এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি