ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া ঘাটে আজও রাজধানীমুখী মানুষের ভিড় 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১ জুন ২০২০

চলমান করোনা সংকটাবস্থায় ছুটি না বাড়ায় ও ঈদের ছুটি শেষ হওয়ায় এখনও কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। আজ সোমবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রাজধানীমুখী এসব মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। 

তবে সকালে যাত্রীদের তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেটকার মাইক্রো, অটো রিকশা ও মোটরসাইকেল ভাড়া করে ঘাটে পৌঁছান এসব কর্মমুখী মানুষ। তবে গুনতে হচ্ছে কয়েকগুন বেশি ভাড়া। প্রতিটি ফেরিতে যাত্রী ছিল চোখে পড়ার মত। 

সোমবার সকাল ৯টা থেকে এই রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চ ঘাটে একটু পরপরই জীবাণুনাশক ওষুধ ছেটানো হচ্ছে। সেই সাথে যাত্রীদের হাত ধোয়ার জন্য সাবানও রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ। তবে, সামাজিক দূরত্ব নিশ্চিত করেই ছাড়া হচ্ছে লঞ্চ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, এই রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি রয়েছে। এর মধ্যে ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে যাত্রী ও যানবাহনের তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটি বেড়েছে কয়েকগুন।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি