ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অবুঝ শিশুর হাসুয়ার কোপে প্রাণ হারালেন মা 

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৬, ৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

মায়ের কাছে ৫ টাকা চেয়ে না পেয়ে সাত বছরের শিশু ফাহিমের হাসুয়ার কোপে ফাতেমা (২৫) নামে নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে রাজশাহীর দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। 

এ সময় মায়ের রক্ত দেখে শিশুটি ভয়ে ফুফুর বাড়ি পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে কোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বর্ণানা দেয়।

দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, ‘সকালে শিশু ফাহিম বাবা এবং মা দুইজনের কাছেই ৫ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় থাপ্পর দিয়ে শাসন করেন তারা। এসময় সে ক্ষিপ্ত হয়ে তরকারি কাটার হাসুয়া দিয়ে মায়ের বুকে আঘাত করে। এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুফুর বাড়ি চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়।’

ওসি আরও জানান, ‘শিশু ফাহিমকে আমরা কোলে নিয়ে আদর করেই ঘটনা জানতে চেয়েছি। সে সাবলীলভাবেই ঘটনার বর্ণানা দেয়। সে এটা বলে, ‘এখন মা মরে গেছে কি করবো বুঝতে পারছি না।’ পুলিশও ঘটনার বর্ণনা শুনে হতবাক। শিশুটিকে গ্রেফতার করা হবে না। তবে কি পদক্ষেপ নেয়া হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি